
হলধর দাস : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন,পূজামন্ডপে নাশকতা ও দুর্ঘটনা প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে নিরাপত্তার চাদরে আবৃত রাখতে নেতাকর্মীরা কাজ করেছে। আমরা খবর পেয়েছি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিলো।
তিনি বলেন, তারা চেয়েছিলো পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নাশকতা সৃষ্টির ইস্যু তৈরী করে আন্তজার্তিকভাবে ফায়দা নেওয়ার । তাদের এই সুযোগ আমরা ব্যর্থ করে দিয়েছি। সেজন্য সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সজাগ ছিলো। প্রতিটি পূজা মন্ডপে বিএনপির কমিটি করে ভল্টাটিয়ারীর দায়ীত্ব পালন করেছে । এ দায়িত্ব পালনের লক্ষ্যেই বিএনপির নেতারা পাহাড়া দিয়েছে। যাতে দূর্বৃত্তকারী ও ষড়যন্ত্রকারীরা কোন নাশকতা করার সুযোগ না পায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী শহরের পূজা কন্ট্রোল রুমে এবং বাগ বিতান ক্লাব আয়োজিত শ্বারদীয় দুর্গাপূজা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সবসময়ই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এই দেশের সকল ধর্মের মানুষের একটা পরিচয় আমরা বাংলাদেশি। আমরা চাই সংখ্যালঘু ও সংখ্যা গুরু বলে কেউ যেনো বৈষম্য না দেখায়। আমরা এদেশেরই সন্তান। আমরা সবাই সমান ।