• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০০ পিএম
শিবপুরে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
অভিভাবক সমাবেশ

শেখ মানিক: শিক্ষার মান উন্নয়নে নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এবং শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুর রব ভূঁইয়া, সহকারি সুপার আব্দুল মোমেন সহ সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা।

জানা যায়, শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে নিয়মিত এই অভিভাবক সমাবেশ।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেছেন , বাড়িই হচ্ছে একটি শিশুর প্রথম স্কুল এবং মা-বাবা হচ্ছেনওই শিশুর প্রথম শিক্ষক।  তাই শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম।

শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

সেজন্য অভিভাবকরা বাইরে অযথা সময় নষ্ট না করে সন্তানের খেয়াল রাখতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে,কার সাথে মিশছে এবং কি করছে।

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ