
হলধর দাস : নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ভূঞা শাহজাহানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন।
শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল গনি ফরাজীর সভাপতিত্ব এতে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস খোকন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. অলিউর রহমান কাউছার, মনোহরদী উপজেলা যুবদলের সাবেক সহ- সভাপতি এবং তোফাজ্জল হোসেন, প্রয়াত শাহজাহানের বড় ছেলে সাখাওয়াত হোসেন ভূইয়া পাপ্পুসহ মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এর আগে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ভূঞা শাহজাহানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা।