
নরসিংদী প্রতিনিধি : যেকোনো উন্নয়নে সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু পাশাপাশি বেসরকারি উন্নয়ন পদক্ষেপ সেই উন্নয়নকে ত্বরান্বিত করে।জনসংখ্যাবহুল এ দেশে আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধি করে স্থায়ী উন্নয়ন ত্বরান্বিতকরণের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং সামাজিক সম্মান নিশ্চিতকরণে যেখানে সরকার নিরলসভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে,তখন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও (এনজিও) বসে নেই।নরসিংদীর গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে স্থানীয় তিনটি এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই অবদানের জন্য দেশ ও বৈশ্বিক কিছু স্বীকৃতিও এসেছে।তবে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে জেলার তিনটি এনজিও।
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।গত শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এর মাঝে নরসিংদীর তিনটি সংস্থা ও আছে।এনজিও গুলো হল যর্থাক্রম, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা(এএসকেএস), অগ্রগতি সেবা সংস্থা( অসেস),অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট(ঊষা)।
এসকেএস,অসেস ও ঊষা নরসিংদীতে শিক্ষা,
স্বাস্থ্য, দরিদ্রের জন্য গাভি বিতরণ, প্রতিবন্ধী উন্নয়ন,সেনিটেশন, ক্ষুদ্র ঋণ,এই তিনটি এনজিও নরসিংদীতে পরিচিত বহু বছর ধরে সুনামের সহিত উন্নয়ন শীল সমাজ সেবায় এগিয়ে আসায় গ্রাহকদের মাঝে আস্তা ও বিশ্বাস গড়ে উঠে।
অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান ভূইয়া জাকির বলেন,
অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস) সংস্থাটি ১৯৯৪সাল থেকে নরসিংদী জেলায় কাজ করে আসছে।১৯৯৫সালে সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধন লাভ করে,১৯৯৬ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকা ভুক্ত হয়। শিক্ষা স্বাস্থ্য কৃষির উন্নয়ন,মানবাধিকার, সামাজিক বনায়ন, অভিবাসী সচেতনতা,সামাজিক শিক্ষা, বাল্যবিবাহ যৌতুক প্রথা সহ বিভিন্ন সচেতনতা মূলক,ভোটার সচেতনতা সহ নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ বাস্তবায়ন করে আসছে ।
সংস্থাটি সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগীতার পাশাপাশি বেসরকারি আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ, জাইকা -জাপান,ইউএসআইডির ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা পেয়েছেন, এছাড়া বেসরকারি সংস্থার মধ্যে ব্রাক আহছানিয়া মিশন প্রশিকা, গণস্বাস্থ্য কেন্দ্র, পাপড়ি, ডাব্লিউজি ও বামাসপের সহযোগিতায় বাস্তবায়ন করে আসছে।থেকে অদ্যবধি নানামুখী সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম করে আসছে। বিশেষ করে নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি করে সমাজ থেকে বেকারত্ব দূর করা। বিত্তহীন, দরিদ্রক্লিষ্ট, স্বল্পবিত্ত, মধ্যবিত্ত ও খেটে খাওয়া শ্রমজীবিদের’কে আত্মনির্ভশীল করে গড়ে তোলা এবং খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বাসস্থান এর উন্নয়ন নিশ্চিত করা। এছাড়াও সেনিটেশন, বনায়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা, আইন সহায়তা কার্যক্রম, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম সৌরবিদুৎ ও আইপিএস কার্যক্রম সুনামের সহিত বাস্তবায়ন করে আসছে নিশান নামক এনজিটি।
অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন বলেন,দারিদ্র বিমোচনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন করা। এবং সামাজিক উন্নয়ন করা। আমরা বর্তমানে নরসিংদী জেলা সহ তিনটি জেলাতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলতেছে।নরসিংদীতে এসিড সারভাইভার ফাউন্ডেশনের সহায়তা সারভাইভারদের নিয়ে কাজ করছি।বিভিন্ন শ্রেণীর পেশা জীবি, কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জামানত বিহীন ক্ষুদ্রঋণ প্রদান করা।
অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (ঊষা) নির্বাহী পরিচালক মোঃ জসিমউদদীন আহাম্মেদ বলেন, ১৯ ৯৬ সালে নরসিংদী জেলায় রেজিস্ট্রেশন প্রাপ্তির পর বিভিন্ন উপজেলায় সামাজিক বনায়ন স্বাস্থ্য সেলিব্রেশন প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রম স্বাস্থ্যসেবা মাইগ্রেশন প্রোগ্রাম এবং ২০০১ সালে ও ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে এর প্রেক্ষিতে নরসিংদী জেলার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং অন্যান্য সরকারি অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখে কার্যক্রম বাস্তবায়ন রেখেছে এবং সংস্থাটি 2016 সালে রাষ্ট্রীয়ভাবে যুব অধিদপ্তরের মাধ্যমে পুরস্কার গ্রহণ করে থাকে এমতাবস্থায় নরসিংদী জেলার সামাজিক উন্নয়নে অর্গানাইজেশন ফর সোসাল অ্যাডভান্সমেন্ট ঊষার কর্মসূচি অব্যাহত রয়েছে এছাড়া গৃহ নির্মাণ মেরামত গাভী পালন সেমি পাকা ল্যাট্রিন বিনামূল্যে উপকারভোগীদের মধ্যে বিতরণ করে আসছে।বিগত সময় অর্গানাইজেশন ফর সোস্যাল এডভান্সমেন্ট উসা এর কার্যালয় ৫৬ কোর্ট রোড বিলাস নরসিংদী ছিল কিন্তু গত মাসে নবনিল এপার্টমেন্ট টু ঘোড়াদিয়া নরসিংদীতে এর কার্যালয় স্থানান্তর করা হয়।