হলধর দাস : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকে লকডাউনে সাড়া না দিতে যানবাহনের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় সকল পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে এ আহ্বান জানান। এসময় আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধা আরও বলেন, ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার লকডাউন কর্মসূচিতে কেহ যেন অংশগ্রহণ করতে না পারেন সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে ।
বিগত ১৬ বছরে পলাতক ফ্যাসিস্ট সরকার আমাদের দেশের পরিবহনসহ সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়ার পরিকল্পনা করছে । নরসিংদীর পরিবহন মালিক শ্রমিকরা যেন বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করে সে জন্য তিনি সকলকে হুঁশিয়ার করে দেন ।
এসময় তার সাথে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ কিবরিয়া ও হুমায়ুন কবির কামাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, প্রচার সম্পাদ জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী বাচ্চু মিয়া, লোকমাস হোসেন, ওসমান মিয়া, শরিফ মিয়া প্রমুখ।