• নরসিংদী
  • শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম
বেলাবতে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে মহাসড়ককের বীজের নিচ থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর বীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ এমনটা জানায় বেলাব থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর স্থানীযরা ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর বীজের নিচে বিবস্ত্র অবস্থায় ওই অজ্ঞাত নারীর মরদেহটি দেখতে পায়। পরে দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা  জাতীয় জুরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে  পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলাব থানার  পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওসি  মীর মাহবুবুর রহমান জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ করা হয়েছে।  তাৎক্ষনিক উদ্ধারকৃত নারীর মহদেহের বয়স নিয়ে কিছুটা  দ্বিধাদ্বন্ধ ছিল। মরদেহটি কাদা মধ্যে পড়ে থাকায সেসময় বয়সটা অনুমান করা সম্ভব হয়নি। কিন্থ গোসল করানোর পর বয়স অনুমান করা ষ্পস্ট  হয়ে গেছে। ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে হবে অর্থাৎ ৫৫ বছরের মত বয়স হবে। তবে ওই নারী মানুষিক বিকারগ্রস্ত ছিল এবং বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াতে বলে শুনতে পাচ্ছি।  মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যূর রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ