• নরসিংদী
  • রবিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

 ছাত্র যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২১ পিএম
 ছাত্র যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট ) রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজ,আফছার উদ্দিন আর্দশ বিদ‍্যাপীঠ ও দারুল উলুম মাদ্রাসা মাঠে বিভিন্ন  বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ওই ৩টি প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র প্রায় ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া ও প্রচার সম্পাদক কিরণ মিয়া প্রমূখ।

বৃক্ষরোপন ও শিক্ষা উপকরণ বিতরণ প্রাক্কালে ক্লাবের নেতৃবৃন্দ বলেন, আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবটি আদিয়াবাদ এলাকার শিক্ষিত উদ্দ‍্যোমি ও তরুন- যুবাদের নিয়ে গঠিত, আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক কাজে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে।

ক্লাবের সভাপতি মশিউর রহমান জানান, আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবটি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর তাদের এ ধরনের আর্থসামাজিক কার্যক্রমে ধারাবহিকত অব‍্যাহত থাকবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ