• নরসিংদী
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নাহিদ গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৭ এএম
নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নাহিদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সম্প্রতি নরসিংদী জেলা ছাত্রদলের অন্তর্দ্বন্দ্বে খুন হওয়া ছাত্রদল নেতা সাদেুকুর রহমান হত্যাসহ একাধিক মামলার আসামি জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে নরসিংদীর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।

নরসিংদী ছাত্রদল সভাপতি নাহিদকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। তিনি জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা  থাকায় তাকে গ্রেফতার করা হয়। 

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ মে নরসিংদীর চিনিশপুর বিএনপির কার্যালয়ের যাবার পথে জেলখানা মোড়ে  পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক (৩২) ও আশরাফুল ইসলাম (২০)।

পরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেকুর রহমান সাদেকের মৃত্যু হয়। এর একদিন পর সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশরাফুল ইসলামের।

এ ঘটনায় নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানা, যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতিসহ বিএনপির ৩০ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করেন। ছাত্রদল নেতা সাদেক হত্যার পর থেকে জেলা ছাত্রদলের সভাপতি  সিদ্দিকুর রহমান নাহিদ পলাতক ছিল।

এর আগে র্যা বের হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক হন নাহিদ। তিনি নরসিংদী পৌর এলাকার নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায়, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৩০টিরও অধিক মামলা রয়েছে। 
তবে পরিবারের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে এ সকল মামলা দায়ের করা হয়।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ