স্টাফ রিপোর্টার: সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফুটাতে তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন "আলোকিত নরসিংদী"।
সোমবার (২৫ ডিসেম্বর) নরসিংদী পৌর পার্কের মাঠে অর্ধশতাধিক পথশিশুদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক রাসেল বিন হাসানাত, নরসিংদী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ড: নরুলাহ আল মাসুদ, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো: শফিউল আজম কাঞ্চন,সিনিয়র সাংবাদিক নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক ও দি ডেইলি ইভিনিং নিউজ এর জেলা প্রতিনিধি হলধর দাস, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত সহ সংগঠনের সদস্যরা।
আব্দুল্লাহ আল রাসেল বলেন, প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মধ্যে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে আজকের এ কর্মসূচি।
এসব সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকাংশই নরসিংদী রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এলাকায় বসবাস করে। তাদের জীবনযাপন অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো হয় না। তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে শিক্ষা কর্মসূচি চলমান রয়েছে বলে তিনি জানান।