• নরসিংদী
  • শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ;   ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

হলধর দাস : নরসিংদীতে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ।

সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)  মাহমুদা বেগম, নরসিংদী পৌর প্রশাসক ডিডিএলজি মো: মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক স্বাগত বক্তব্যে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে নরসিংদীর সার্বিক কল্যাণে কাজ করতে চাই। বর্তমানে নরসিংদী'র কী কী সমস্যা আছে, যেগুলো আমাকে সমাধান করতে হবে সেগুলো আপনারা আমাকে বলবেন। এছাড়া, আগামী ২০ বছরের জন্য আপনারা সাংবাদিকগণ নরসিংদীর কেমন উন্নতি দেখতে চান তা এখন বলবেন। কারণ আপনারা সমাজের দর্পন। সমাজের সর্বস্তরের মানুষ আমার সাথে যোগাযোগ করা সম্ভব নয়। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের চাহিদা ও সমস্যাগুলো আমি জানতে পারবো । আর যেকোনো সময় আপনাদের সমস্যাগুলো আমার সাথে সরাসরি অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখিত ভাবে জানাবেন। আমি সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব। আপনাদের সাথে প্রতি মাসে অথবা প্রতি ৩ মাসে অন্তত ১বার করে মতবিনিময় সভায় মিলিত হবো। সেখানে আমি আমার কাজের আপডেট আপনাদের অবহিত করবো। 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও চাহিদা উত্থাপন করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও  আবদুর রহমান ভূঁইয়া, সাংবাদিক হলধর দাস, আজকের খোঁজ খবর পত্রিকার পত্রিকার সম্পাদক  মঞ্জিল এ মিল্লাত, সোহেল এস হোসেন, এমদাদুল ইসলাম খোকন, আবুল বাশার বাশির, মো: আব্দুল আউয়াল, ফাহিমা খানম, মনিরুজ্জামান প্রমুখ সাংবাদিকবৃন্দ। 

আলোচ্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে: মাদকের অবাধ ছড়াছড়ি, শহরে খানাখন্দে ক্ষতবিক্ষত রাস্তাঘাট, জানজট,ফুটপাত দখল,চাঁদাবাজি, চরাঞ্চলে মারামারি হানাহানি ইত্যাদি উল্লেখযোগ্য। চাহিদার মধ্যে রয়েছে: নরসিংদীতে একটি বিশ্ববিদ্যালয়,
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ নরসিংদীর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের পদক্ষেপ নেয়া। এছাড়া, নরসিংদীকে একটি পর্যটনযোগ্য জেলায় উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান বক্তাগণ। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ