• নরসিংদী
  • বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী  দিবস উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৫৯ এএম
শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী  দিবস উদযাপন 

স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার  সকালে এ দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। 

জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,  সহকারী কমিশনার ভূমি  মুঃ আবদুর রহিম ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর। পতাকা উত্তোলন শেষে একটি মানববন্ধন উপজেলা সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কোহিনূর মিয়া ও শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ