• নরসিংদী
  • শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

ছাত্র হত্যা মামলাসহ পুলিশী হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
ছাত্র হত্যা মামলাসহ পুলিশী হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

হলধর দাস : নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলন করেও ছাত্র হত্যা মামলার আসামী দেখিয়ে গ্রেফতার করা সহ পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহ জালারের পরিবার। জেল গেইট থেকে গ্রেফতার গ্রেপ্তারের পর দীর্ঘ প্রায় চার মাস যাবৎ জেল খাটছেন ভুক্তভোগী শাহ জালাল। 

বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের  আয়োজন করে ভুক্তভোগী শাহ জালালের পরিবার। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের পক্ষে আমির হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগষ্টের পর হঠাৎ করে এলাকার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্র-মূলকভাবে দায়ের করা এক মামলায় শাহ্-জালালকে মাধবদী থানা পুলিশ গ্রেপ্তার করে।

পরে কোর্টের মাধ্যমে জালালকে জেল হাজতে প্রেরণ করা় হয়। .মামলায় জেল গেইট থেকেই শোন এরেস্ট দেখিয়ে আটক করা হয়। 

সেই মামলায়ও শাহজালালের  পরিবার জামিন করালে মাবধদী থানার ওসি নজরুল ইসলাম ভোক্তভোগী দিন মুজুর শাহ্-জালালকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ২৫ মার্চ জেল গেইট থেক এরেস্ট  দেখায় পুলিশ । 
সে মামলায় বর্তমানে সে প্রায় চার মাস যাবৎ জেল খাটছেন। 

সংবাদ সম্মেলনে আরো বলেন, একজন জাতীয়তাবাদী সৈনিক বৈষম্য বিরোধী আন্দোনকারীকে, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামী করার ঘটনাটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  আমরা শাহ্- জালালের নিঃশর্ত মুক্তির দাবি করছি। 

সেই সাথে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে মাধবদী থানার ওসি নজরুল এবং ঘটনার সাথে জরিত থাকা সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তার পরিবার। 

এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে শাহ্-জালালের বিরুদ্ধে চারটি মামলা  রয়েছে । সেই  মামলায়ই তাকে গ্রফতার করা হয়েছে । 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ