• নরসিংদী
  • শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম
নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

স্টাফ রিপোর্টার: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল  সোমবার নরসিংদীতে পালন করা হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। 

পি এফ জি, নরসিংদী শাখার আয়োজনে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মানব বন্ধন,আলোচনা সভা ও রেলী। 

নরসিংদী প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ৯টায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজি'র পিস অ্যাম্বাসেডর ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। মানববন্ধন কালে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন, নরসিংদী জেলা শাখা  সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও  নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি  নিবারণ রায়। নরসিংদী শাখা পিএফজি'র সমন্বয়কারী হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ঐক্য ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ খন্দকার, মোস্তাক আহমেদ ভূইয়া, নারী নেত্রী রায়হানা সরকার, পিএফজি সদস্য কাজী নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ। 

বক্তাগণ আন্তর্জাতিক অহিংস দিবসের উদ্দেশ্য মহাত্মা গান্ধীর শান্তির বাণী ‘শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে অহিংসার বার্তা’ সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। 
মানববন্ধন ও আলোচনা শেষে একটি র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ