• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে মুক্তিপণ না পেয়ে কিশোর হত্যার দায়ে দুজনের দন্ড 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৪ এএম
শিবপুরে মুক্তিপণ না পেয়ে কিশোর হত্যার দায়ে দুজনের দন্ড 
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে শরীফ হোসেন (১৩) নামে এক কিশোরকে হত্যার দায়ে দুই  সহোদরকে অর্থদণ্ডসহ একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও অপরজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন করেন।

দণ্ডপ্রাপ্ত সহোদর আসামীদ্বয় হলো- শিবপুর থানার চৌঘরিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আরিফ (৪৩) ও তার ছোট ভাই মো. আলভী (২৫)। আসামী আলভী পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই সহোদর ব্রাহ্মণবাড়িয়ার আদমপুর এলাকার স্থায়ী বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. এ. এন অলিউল্লা জানান, ২০১৪ সালের ৩ জুলাই শিবপুর থানার মুরগীবের এলাকার আলতাফ হোসেন ও মাসুদা আক্তারের ছেলে শরীফ হোসেন (১৩) কে মোবাইলে ফোন করে কাজ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মো. আরিফ। পরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মো: আরিফ এর কাছে নিখোঁজ শরীফের খোঁজ জানতে চাইলে তাদের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শরীফ হোসেনের মা মাসুদা আক্তার বাদী হয়ে শিবপুর থানায় মো: আরিফসহ অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ করেন।

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বিজয়নগর থানায় অপমৃত্যু মামলা করে পুলিশ। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা বিজয়নগরে গিয়ে ছবি দেখে মরদেহটি শরীফের বলে শনাক্ত করেন।

পুলিশ মুক্তিপণ দাবি করা মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ জুলাই আসামী আরিফকে ও ১২ জুলাই তার ভাই আলভীকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। এর মধ‍্যে আদালত থেকে গ্রেফতারকৃত আলভী জামিনে বের হয় এবং সেই থেকে পলাতক রয়েছে আসামী আলভী।

এদিকে আসামী আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলে, মুক্তিপণ না দেওয়ায় তার ভাই আলভীর সহায়তায় শরীফকে শ্বাসরোধ করে হত্যা করে সে । এর আগে শরীফকে ফোন করে কাজ দেওয়ার কথা বলে শিবপুরের ইটাখোলা মোড়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বাসে করে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ে যাওয়ার পর পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মামলার দীর্ঘ শুনানি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায়ে আসামী দুই ভাইয়ের মধ্যে মো. আরিফকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও তার ছোট ভাই মো. আলভীকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ