স্টাফ রিপোর্টার: আগামী রোববার প্রধানমন্ত্রী জননেত্রী ও আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনা নরসিংদী আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আগামী রবিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে জেলা ব্যাপী ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়। জেলার ৬টি নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর, মনোহরদী, বেলাব ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার বিপুল সংখ্যক জনগনকে নিয়ে সভায় যোগদান করবেন বলে জানানো হয়।
প্রধানমন্ত্রীর জনসমাবেশ ও আশেপাশ এলাকায় প্রায় ৫ লক্ষ লোক সমবেত হবে বলে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবি করেন।