স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় নরসিংদী জেলা কমিটির আয়োজনে রাজাদি চিনিশপুর হাই স্কুল এন্ড কলেজে উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ রাসেদুজ্জামান। জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, জেলা স্কাউটস কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির, রাজাদি চিনিশপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক।
এছাড়া বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য বিজি রশিদ নওশের, জেলা রোভার সম্পাদক আবদুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, ড্যাব নরসিংদীর সাধারণ সম্পাদক ডাঃ নূরুল্লাহ আল মাসুদ, জেলা সূজন সম্পাদক হলধর দাস, আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, এনজিও ব্যক্তিত্ব শরীফ ইকবাল রাসেল, নরসিংদী জেলা স্কাউটসের সহসভাপতি তাপস কুমার দে, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার আবদুস সবুর, লিপি রানী সরকার, মোঃ ফিরোজ মিয়া, মোঃ ফিরোজ মিয়া, বাছেদ মোল্লা ভুট্টো, ইয়ামিন মিয়া, শাহরুখ ইসতিয়াক খান, পিএল কোর্স লিডার মোঃ আকরাম সরকার ও ষষ্ঠক নেতা কোর্স লিডার আব্দুর রহীম, নরসিংদী সদর উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আঃ গফুর মোল্যা, মনোহরদী উপজেলা স্কাউটস কমিশনার এ টি এম আশ্ররাফুল আলম, সদর উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা শেষে তাঁবু জলসা অনুষ্ঠানে স্কাউটস ও কাবরা উপদল ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।