
হলধর দাস : নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় নামে এক আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৭ জুলাই একটি চুরির মামলায় রায়পুরা থানা পুলিশ আসামি হৃদয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সোমবার(১৪ জুলাই) রিমান্ডের জন্য তাকে কোর্টে তোলা হয়। বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দন । এসময় আসামীর দায়িত্বে থাকা দুই জন পুলিশ কনস্টেবল ছিলো। কনস্টেবলরা আদালতের কাঠগড়ায় থাকা আসামীদের মধ্যে প্রথমে অন্য আসামীদের কোর্ট হাজতে নিয়ে যায় । পরবর্তীতে তারা হৃদয়কে কোর্ট হাজতে নেয়ার জন্য ফিরে আসে। ফিরে এসে তারা কাঠগড়ায় হৃদয়কে আর দেখতে পাচ্ছেন না। হৃদয় ভীরের মধ্যে কৌশলে পালিয়ে গেছে।
নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং)চলছিল। সেই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত চুরি মামলার সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)কৌশলে পালিয়ে যায়।
সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
পরিদর্শক সাংবাদিকদের আরও জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলাম হৃদয়ের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।