• নরসিংদী
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সরকারি নীতিমালা অমান্য করে নলকূপ স্থাপন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
শিবপুরে সরকারি নীতিমালা অমান্য করে নলকূপ স্থাপন

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে কৃষি জমিতে সেচ কাজের জন্য ডাবল লিফটিং সেচ স্কীম (বিএডিসি)এর গভীর নলকূপ থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে সেচ এরিয়ার ভেতরে সরকারি নীতিমালা অমান্য করে অগভীর দুটি নলকূপ স্থাপন করা হয়েছে। সেখানে সেচ নীতিমালা সম্পূর্ণরূপে অমান্য করা হয়েছে। শুধু তাই নয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক পানি সরবরাহ করা হচ্ছে। 

জানা যায়,  উপজেলার ভুরভুরিয়া গ্রামে ডাবল লিফটিং সেচ স্কীমের সাইট মাসুদ মিয়ার দ্বারা পরিচালিত বিএডিসি'র সেচ স্কীমের এরিয়ার ভিতরে নিয়ম বহির্ভূতভাবে  মৃত ফয়েজ আলীর ছেলে লিয়াকত আলী ও একই গ্রামের মৃত আলতাফ হোসেন এর ছেলে আসাদ সরকার, অগভীর নলকূপ স্কীম পরিচালনা করে যাচ্ছেন যা ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের সরকারি বিধিমালা অনুযায়ী স্থাপিত হয়নি। বিধিমালা অনুযায়ী একটি অগভীর নলকূপ হতে অন্যটি নূন্যতম ৮২০ ফিট এবং প্রবাহমান নদী হতে ৪৯২০ ফিট দূরে হতে হবে কিন্তু সেখানে অগভীর নলকূপ দুই টি প্রবাহমান নদী হতে ৩০৩ ও ৪৯৭ ফিট দূরে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ নিয়ে ভুরভুরিয়া বিএডিসির পরিচালক মাসুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ করেন। পরে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মোশাররফ হোসেন ও  উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ওমর ফারুক সরজমিন তদন্ত করে কার্যকারি পদক্ষেপ নেওয়া জন্য প্রতিবেদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর। স্মারক নং ১৫৪।

এবিষয়ে আসাদ সরকার বলেন, আমার সেচ নলকূপ আগে থেকে ছিল, বিএডিসি'র সেচ নলকূপ পরে স্থাপন করা হয়েছে। 

উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব জানান, এবিষয়ে অবগত আছি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ