• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নায়ক শাকিল খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাবেক স্ত্রী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৬ পিএম
নায়ক শাকিল খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাবেক স্ত্রী

নায়িকা সুমনা জনা চলচ্চিত্রকে বিদায় জানিয়ে পাড়ি জমান আমেরিকায়। সেখানে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করলেও মাঝেমধ্যেই দেশে আসেন। সম্প্রতি ঢাকায় এসে জনা সাবেক স্বামী চিত্রনায়ক শাকিল খানের বিরুদ্ধে মুখ খুলেছেন।

তার অভিযোগ, ‘শাকিল তার আর আমার একমাত্র সন্তান আরিয়ান খানের দায়িত্ব নেননি। তার সঙ্গে বিচ্ছেদের পর থেকে অর্থাৎ ২০০৩ থেকে আরিয়ান আমার সঙ্গেই আছে। ওর বয়স এখন ১৮। ’ জনা বলেন, ‘প্রতিবেশীদের মতো মাঝেমধ্যে খবর নেয়।

যেমন তার যখন বিয়ে হয়নি তখন সে রেগুলার আসতো। ওর বয়স সাত-আট বছর তখন প্রতিবার ঈদে ওকে (আরিয়ান) নিয়ে শপিংয়ে যেত। এরপর ২০১৮ সালেও এসেছিল। তখন ও বাবাকে ঠিকমত চেনেও না। ও যেতে চায়নি। তারপরে মা জোর করে পাঠিয়েছেন। ’

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খানও। তিনি জনাকে বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে বলেন, ‘সন্তানের দায়িত্ব কে না নিতে চায়। নিশ্চয়ই এর পেছনে এমন কিছু আছে, যার কারণে তা হয়ে ওঠেনি।

বিষয়টি হচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বিষয় থাকে যা সামাজিক জীবনে সবাইকে ইচ্ছা করলেও বলা যায় না। তাই আমি এ নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। ’ 

উল্লেখ্য, ২০০২ সালে ‘হৃদয়ের বাঁশী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে নায়িকা জনার। নিজের ক্যারিয়ারের প্রথম এ সিনেমায় তিনি নায়ক হিসেবে পান শাকিল খানকে। সে বছরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও পরের বছরই তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারেরই সাক্ষী হয়ে আছে তাদের একমাত্র সন্তান আরিয়ান। পরে ২০০৯ সালে জুবায়ের হোসেইন নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন নায়িকা জনা।

সূত্র : বিডি-প্রতিদিন

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ