• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে এক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৯ পিএম
পলাশে এক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
চলাচলের রাস্তা বন্ধ

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার  চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় রাস্তা আটকে দিয়ে কিরন রবি দাসের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে রিপন মিয়া নামের পাশ্ববর্তী এক পরিবার।

আর এঘটনায় প্রতিকার চেয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিকবার আবেদন দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। 

এদিকে ঘটনার বিষয়ে প্রশাসন বলছেন, 'বিষয়টি দীর্ঘদিনের হওয়ায় মাথায় নেই। তাই বিষয়টি নোটে নেয়া হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'

এবিষয়ে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন বলেছেন, 'এখানে আগে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়। এখন অন্যের বাড়ি ভেঙ্গে রাস্তা কিভাবে দেবে? তারা যদিও অবরুদ্ধ অবস্থায় আছে তথাপী আগের জায়গা দিয়ে রাস্তা দিতে গেলে সমস্যা হবে।'

ঘটনার সুষ্ঠু সুরাহার কোন উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।

এঘটনায় ভুক্তভোগী কিরন রবি দাস জানান, 'দীর্ঘদিন যে রাস্তা দিয়ে আমরা বাড়িতে চলাফেরা করে আসছি আজ সেটা প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিবেশী রিপনের পরিবার বন্ধ করে দিয়ে আমাদেও অবরুদ্ধ করে দিয়েছে।'

তিনি বলেন, 'আমরা দরিদ্র ও রবি দাস পরিবারের সদস্য হওয়ার কারণে স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান ও চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন রাস্তাটি বন্ধ করে দেয়ার পক্ষে কাজ করছে। যদিও রাস্তাটি আগেকার ইউপি সদস্য সরকারী প্রকল্পের অংশ হিসেবে কর্মসৃজন প্রকল্প থেকে তৈরী করে দিয়েছেন।'  

প্রতিবেশী রিপন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।   

এঅবস্থায় নিজ বাড়িতে অবাধে যাতায়াতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রবিবাস পরিবারটি। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/রাসেল
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ