• নরসিংদী
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে বালু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৭ পিএম
মাধবদীতে বালু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
গ্রেফতারকৃত আসামি শান্ত

স্টাফরিপোর্টার: নরসিংদী জেলার মাধবদীতে বালু ও ইট ব্যবসায়ী নয়ন মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম  শান্ত (২২)। সে মাধবদী থানার চৌয়া উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

গ্রেফারের সময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা এবং  ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এই তথ্য জানান।

তিনি জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন পরে পুলিশ  আসামিদের  গ্রেফারের জন্য  অভিযান শুরু করে ।

এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানান।

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ