• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৭ পিএম
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

হলধর দাস: নরসিংদী পৌর এলাকায় শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা বৃহস্পতিবার(৫ অক্টোবর) নরসিংদী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ।

সভায় পৌরসভা এলাকার ৩২টি দুর্গাপূজা মন্ডপের প্রতিনিধি,সাংবাদিক, সুধীজন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কাউন্সিলর অনিল ঘোষ, সম্পাদক সুব্রত দাস,জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি -সম্পাদকসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, নরসিংদী পৌর এলাকায় শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে সকল প্রকার সহযোগিতা করা হবে। নরসিংদী পৌরসভা এলাকা ছাড়াও বাহিরের এলাকা থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতিমা দর্শনে আমার পৌর এলাকায় আসে; তাদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ দিতে আমার পৌরসভার সকল কাউন্সিলরগণ সহ আমি সদাজাগ্রত থাকবো। 

পূজায় অতীতের মতো এবারও পৌরসভার পক্ষ থেকে এককালীন অনুদান প্রদান করা হবে বলেও তিনি জানান। 
 

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ