
হলধর দাস : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, 'শেখ হাসিনা পালিয়ে গিয়ে বেচে গেছেন; নয়তো তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেতো না।' বুধবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী সদরের চরাঞ্চলীয় করিমপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
এসময় খায়রুল কবির খোকন বলেন, শেখ হাসিনা জনগনের উপর যে পরিমান অত্যাচার নির্যাতন করেছেন,তাতে পালিয়ে না গেলে তার হাড্ডি মাংস খুজে পাওয়া যেতো না। সে যে পরিমান হত্যা, গুম, খুন, গায়েবী মামলা দিয়েছে, এই নির্যাতন করে তার শেষ রক্ষা হয়নি।
তিনি আরো বলেন, ২০১৪ সালে দেশে কুত্তা মার্কা নির্বাচন হয়েছে । ভোট সেন্টারে কুত্তা ছাড়া কাউকে দেখা যায়নি। বিনা ভোটের নির্বাচন হয়েছে। ২০১৮ তে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ এ আমি আর ডামি। ---এই হচ্ছে আওয়ামীলীগের নির্বাচনের ইতিহাস। জনগন ভোট দিতে পারেনি। সবাই প্রস্তুতি নেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র চলবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহসভাপতি বিজি রশিদ নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, হুমায়ুন কবির কামাল, বোরহান উদ্দিন, হারুন অর রশীদ সহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।