স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনকে হত্যার উদ্দেশ্যে হামলা ও তার চিনিশপুরের বাসভবনে দফায় দফায় হামলা ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা মাঈন উদ্দিনকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খায়রুল কবির খোকনের বাসার তত্বাবধায়ক মো. নোমান এ মামলা দায়ের করেন।
শুক্রবার (২৩ জুন) রাতে জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়।
মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল বাছেদ ভূঞা জানান, বৃহস্পতিবার মামলার শুনানিতে নরসিংদী জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞ বিচারক আইনজীবীদের কথা শুনে বিষয়টি আমলে নিয়ে নরসিংদীর ডিবি পুলিশকে এ মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়।
মামলার বাদী মো. নোমান (৪০), জানান, মাইন উদ্দিন ছাড়া এ মামলার অন্যান্য আসামীরা হলেন, আলতাফ হোসেন (৪৫), ফাহিম রাজ অভি (২২), সাইদুল ইসলাম (৩৪), ফারুক @ চায়না ফারুক (৩৫), আকরাম (৩০), বশির (২২), কাউছার (২৮), নাসিক আহমেদ আনন্দ, মাহিদুল মিয়া, সুবহান খান (৩৭), শেখ সাফিয়ান জাবের (২২), রিয়াদ (২৪), বিজয়, জোবায়ের আহমেদ, শহিদুল (৪০), শাহাদাত হোসেন (৩৪), দিদার খান (৪০), জুয়েল (৩০), বিপ্লব (৩০), মিঠু (৩২), খবির মিয়া @ বরি খবির (৩৫), ইকবাল হোসেন (৩৫), মনির হোসেন (৩০), ছানাউল্লাহ (৪০) তামিম (২২), ফাতিন আলম নাফি (২৪), বাদশা মিয়া (২১), লিমন (২৫), তারিফুল ইসলাম মামুন (২২), শিমুল (২৪) সাকিন (২০), পিজন (২১), সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ জন।
বাদী উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, জানুয়ারীর চলতি বছরের ২৬ জানুয়ারী থেকে ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে উল্লেখিত বিবাদীরা একে অপরের যোগসাজসে খায়রুল কবীর খোকনের উপর হামলা ও তার বাসভবনে দফায় দফায় ভাংচুর, পরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন বাদী।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/শহজু