• নরসিংদী
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর চরাঞ্চলে পানিতে ডুবে পাগলের মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৩ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৭ পিএম
নরসিংদীর চরাঞ্চলে পানিতে ডুবে পাগলের মৃত্যু

আবুল কাশেম: নরসিংদীর চরাঞ্চলে পানিতে ডুবে সফর আলী পাগলা (৫৮) নামের এক ব‍্যক্তি মারা যায়। বুধবার (২৩ আগষ্ট) দুপুর দুইটার দিকে নরসিংদী সদর উপজেলাধীন প্রত‍্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এম এ শহিদ হাইস্কুল এর পাশের পানির ডুবায় নিহতের লাশ পানিতে ভেসে থাকা  অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মরদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত সফর আলী পাগলা আলোকবালী ইউনিয়নের কাজির কান্দি গ্রামের মৃত আলী আজগর মিয়ার ছেলে। সে পেশায় একজন দিনমজুর। তার দুটি  সন্তান রয়েছে। 

নিহতের ভাতিজা নাছির আহমেদ বলেন, আমার জেঠা একজন অর্ধ পাগল ছিলেন,তিনি বাড়ি থেকে বের হলে কখনো এক সপ্তাহ কখনো পনের দিন বাড়িতে আসতেন না ,রাতে বেশির ভাগ গোরস্থানে থাকতেন।গত সোমবার দিন  বাড়িতে আমরা দেখছি।প্রত্যক্ষদর্শী দের সাথে আলাপ করে জানা যায় সফর আলী পাগলা হয়তো দুএকদিন আগেই পানিতে পড়ে মারা যায় তা না হলে লাশ পচে গন্ধ বের হতো না।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন এবং নিহতের আত্মীয়রা ফোন করে জানালে নরসিংদী মডেল থানার সহকারি পরিদর্শক (এসআই) মোফাজ্জল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট করে  ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। পরে ময়নাতদন্তের কাজ শেষ করে মাগরিবের নামাজের পর তার নিজ বাড়ির পাশের কাজির কান্দি গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আলোকবালি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, আমিও  খবর পেয়েছি, নিহত সফর আলী একজন মেন্টাল প্রকৃতির লোক ছিল।আমাকে ফোনে জানালে আমি তাদেরকে থানা পুলিশের মাধ্যমে ময়না তদন্তের পরামর্শ দেই  যাতে করে পরবর্তীতে আইনি জটিলতায় পড়তে না হয়।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ