• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২৪ পিএম
পলাশে টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
নিহত ফারজানা

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে ১০হাজার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পাষন্ড স্বামী। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়ায়। জানা যায়,১০ হাজার টাকা না দেওয়ার কারণে মোহাম্মদ নাছিম তার স্ত্রী ফারজানা (২৪)কে মারধর করে সন্ধায় বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে বাড়ি এসে রাত ৮টার দিকে  চিকিৎসার জন্য ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 
এব্যাপারে হাসপাতালের ব্যাবস্থাপক মোঃ মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,রাত ৮টার দিকে আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে এসেছিল।কপালের পাশে রক্তাক্ত জখম ও নাক দিয়ে রক্ত ঝরছিল। 

ঘটনার বিবরণে জানা যায়, ফারজানা নরসিংদী সরকারি কলেজে পড়া লেখার পাশাপাশি ঘোড়াশালে মাতৃভূমি নামে একটি এনজিওতে চাকরি করত। বিয়ে হয়েছে চার বছর হয়। তার দু বছর বয়সের একটি কন্যা সন্তানও রয়েছে। তার বাবার বাড়ি পাশের গ্রাম ফুলদির টেক। তার স্বামী মোহাম্মদ নাছিম ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে সিকিউরিটির চাকরির পাশাপাশি কাপড়ের ছোটখাটো ব্যাবসা করতো।

ঘটনার দিন সন্ধ্যায় স্ত্রীর নিকট ব্যবসায়িক কাজের জন্য ১০হাজার টাকা চেয়েছিল। বারবার টাকা চেয়েও না পাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাজেদুর রহমান বলেন, রাত ১০টায় খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে দেখি খাটের মধ্যে মশারী টানানো অবস্থায় শুইয়ে রাখা হয়েছে। ফাঁস নিয়ে আত্মহত্যার কোন আলামত পাইনি। গলায় কোন দাগের চিহ্ন ছিলোনা। মাথায় এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, 'এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।  লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর উপজেলার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।'

 

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ