• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম
নরসিংদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আদালতের নির্দেশ অমান্য করে লিজ দেওয়া জায়গা থেকে পেট্রোল পাম্প উচ্ছেদ করে দখলের অপচেষ্টা চালিয়েছে বাংলাদেশ সড়ক উন্নয়ন সংস্থা (বিআরটিসি)র নরসিংদী ডিপো কর্তৃপক্ষ। বিআরটিসি'র স্থানীয় ডিপো ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে এমন অভিযোগ করেন নরসিংদীর বোরাক ফিলিং স্টেশন নামে ওই পেট্রোল পাম্পের মালিক বাবুল সরকার।

অভিযোগে তিনি বলেন, নরসিংদী শহরের পুরাতন বাসস্ট‍্যান্ড এলাকায় বিআরটিসি'র কাছ থেকে জায়গা লিজ নিয়ে বোরাক ফিলিং স্টেশন নামে পেট্রোল পাম্পটি স্থাপন করে দীর্ঘ ২৩ বছর যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী বাবুল সরকার।

হঠাৎ করে গত ২৪ জুন বিআরটিসি কর্তৃপক্ষ মাত্র ১২ দিনের(৪ জুলাই) মধ‍্যে উক্ত জায়গা খালি করে দেওয়া জন্য পাম্প কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করেন। এত অল্প সময়ের মধ্যে পেট্রোল পাম্প অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং ব্যবসায়িক বড় ধরনের ক্ষতির কথা চিন্তা করে লিজের মেয়াদকাল ৬ মাস বর্ধিত করার জন্য বিআরটিসির কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। কিন্তু তার এই আবেদনের কোন প্রতি উত্তর দেননি বিআরটিসি কর্তৃপক্ষ। তাই তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন।

তিনি নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম এর আদালতে এ ব্যাপারে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। যার নং ১২৯/২০২৩। আদালত বাদী পক্ষের আরজির প্রেক্ষিতে আগামী ২৯ আগস্ট শুনানির দিন ধার্য করে উভয়পক্ষকে নোটিশ প্রদান করে যা বিআরটিসি'র প্রধান শাখায়ও পাঠানো হয়।

এদিকে আদালতের এই নির্দেশনাকে উপেক্ষা করে কোন প্রকার নোটিশ না দিয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে স্থানীয় ডিপো ব্যবস্থাপক মো. জান্নাতুল ফেরদৌস, গেট কিপার বাবুল মিয়া ও বিআরটিসি বাস চালক নয়ন মিয়া  কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে ওই পেট্রোল পাম্প দখল করার চেষ্টায় বাঁশ বেধে পেট্রোল পাম্পে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালায়।

এসময় পেট্রোল পাম্পের কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে বাধা দেয়। তাদের বাঁধার মুখে পেট্রোল পাম্পটি দখল করতে পারেনি। এই অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পেট্রোল পাম্পের মালিক।

এ ব্যাপারে বিআরটিসি'র নরসিংদী ডিপোর ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,  সরকার অল্প কিছুদিনের ভিতরেই বিআরটিসি'র ইলেকট্রিক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। ঢাকা-নরসিংদী রোডেও কয়েকটি চলাচল করবে। যার ফলে নরসিংদীতে একটি চার্জিং স্টেশন স্থাপন করতে এই পেট্রোল পাম্পের জায়গাটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই বিআরটিসি কর্তৃপক্ষ লিজের মেয়াদ আর বর্ধিত করবে না। যার কারণে এর আগেও তাকে নোটিশ প্রদান করা হয়েছে।

তাছাড়া গত ছয় মাস আগেই তার লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। ওই সময় তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিসি কর্তৃপক্ষ ছয় মাসের জন্য লিজের মেয়াদ বর্ধিত করেন এবং দ্বিতীয় দফায় আর মেয়াদ বাড়ানো হবে না বলে তাকে জানিয়ে দেওয়া হয়। 

তিনি বলেন, এই ব্যাপারে আদালতের কোন নির্দেশনা নেই। পেট্রোল পাম্পের মালিকের করা মামলা প্রেক্ষিতে আগামী ২৯ আগস্ট আদালত শুধু শুনানির দিন ধার্য করেছেন। কিন্তু আদালত এর জন‍্য কোন এ‍্যাস্ট্রে অর্ডার দেয়নি।  এ অবস্থায় আইনজীবীদের সাথে পরামর্শ করেই সরকারি সম্পত্তি রক্ষার্থে তা লিজমুক্ত করার চেষ্টায় আমরা পেট্রোল পাম্পে যাই। ওই সময় তারা তর্কে জড়িয়ে পড়লে আমরা সেখান থেকে চলে আসি।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ