
হলধর দাস : নরসিংদীর শিবপুরের শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার মোঃ সৈকত ওরফে শওকত আলীকে ঢাকা থেকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে প্রকাশ, পুলিশ সুপার নরসিংদী'র নির্দেশনায় সোমআার(১৬/০৬/২০২৫) ভোর পৌনে ৫টার সময় অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই রেজাউল ও এস আই সাদেক দ্বয়ের সমন্বয়ে অফিসার ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়।
শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা সৈকত আলী ওরফে শওকত (২৬) পিতা মৃঃসিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিক, সাং-বানিয়াদী (ভাসমান) থানা-শিবপুর জেলা-নরসিংদীকে ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার ও এক রাউন্ড গুলি সহ বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয় ।
সৈকত আলী ওরফে শওজত-এর নামে শিবপুর মডেল থানায় ০১টি হত্যা,৩টি হত্যা চেষ্টা ও ৩টি মাদক মামলা সহ মোট ছয়টি মামলার চার্জশিট ভুক্ত আসামি। তার নামে২টি ওয়ারেন্ট মুলতবি আছে।
মামলা সমূহ ১। শিবপুর মঃ থানার মামলা নাঃ১৩(৭)২৪ ধারা ৩০২/৩৪পেঃ২।মামলা নঃ ২৭(৮)২০ ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩০৭ পেঃ ৩।মামলা নঃ ১৬(১০)২৪ধাঃ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭৩৮০/৪২৭পেঃ৪মামলা০২(১১)২১ধারা১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৪৩৬পেঃ ৫।মামলা নঃ ২০(০৫)২৩ ৬।মামলা নঃ ০১(০১)২
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান তাঁর ফেইসবুক আইডিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া, তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, মাদক অস্ত্রবাজী,চাঁদাবাজীর অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানান প্রেস বিজ্ঞপ্তিতে।