• নরসিংদী
  • বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
নরসিংদীতে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন
ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের গুরুত্বপূর্ণ স্টেশন নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেসের (ডাউন) যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় যাত্রাবিরতি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

উদ্বোধনের সময় স্টেশনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নরসিংদী রেলস্টেশনে ট্রেনগুলো পৌঁছালে জেলা প্রশাসক, ট্রেন পরিচালনা কর্মকর্তা ও লোকোমাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসাথে যাত্রীদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

নতুন এই তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ফলে এখন নরসিংদী স্টেশনে মোট আটটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি দেবে। এর ফলে নরসিংদীবাসীর বহুল প্রত্যাশিত একটি দাবি পূরণ হলো। এ স্টেশনে ট্রেনের আপ-ডাউনে মোট ৪০টি ট্রেনের যাত্রাবিরতি হবে বলে জানান নরসিংদী রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা নরসিংদী স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য আবেদন জানিয়ে আসছিলাম। আমাদের ফোরামের দাবির প্রেক্ষিতে রেল মন্ত্রণালয় মহানগরের ট্রেনগুলোর যাত্রাবিরতির অনুমোদন দেয়। এর ফলে প্রতিদিন হাজারো যাত্রীর দুর্ভোগ কমবে এবং তারা সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন।'

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, 'নরসিংদী জেলা কৃষি ও শিল্পখাত ছাড়াও শিক্ষা এবং বাণিজ্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার শেখেরচর ও বাবুরহাট এই জেলাতেই অবস্থিত। এতো গুরুত্বপূর্ণ একটি জেলার সঙ্গে রাজধানীসহ অন্যান্য প্রধান শহরের রেল যোগাযোগ সহজ করার জন্য পর্যাপ্ত আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি থাকা জরুরি ছিল। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি উপলব্ধি করে যাত্রাবিরতির অনুমতি দিয়েছে, যা জেলাবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক ও স্বস্তিদায়ক সিদ্ধান্ত।'

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম, রেলযাত্রী অধিকার ফোরামের নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা মনে করেন, এ যাত্রাবিরতির মাধ্যমে জেলার মানুষ যেমন উপকৃত হবে, তেমনি অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ