• নরসিংদী
  • বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক ঢাকা থেকে গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম
মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক ঢাকা থেকে গ্রেফতার

হলধর দাস : নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল সোমবার বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। 

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে দায়েরকৃত শাওন হত্যা মামলায় মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা মানিকের ৭ দিনের রিমান্ড আবেদন করলে মামলার মূল নথি অন্য আসামীর শুনানির জন্য জেলা জজ আদালতে মুলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ