• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

বাড়তি দামে তেল বিক্রি, মদিনা অয়েল মিলকে জরিমানা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৪ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৩ পিএম
বাড়তি দামে তেল বিক্রি, মদিনা অয়েল মিলকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে নরসিংদীর বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মদিনা অয়েল মিল ভোক্তা অধিকার সংরক্ষণের ৪০ ধারা লঘ্ন  করে উর্দ্ধমূল্যে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া উর্দ্ধমূল্যে পণ্য বিক্রি না করতে বাজারের অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদীর সহকারী পরিচালক আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন।

এসময় বাজার মার্কেটিং কর্মকর্তা নাজমুল হাসান, স্যানেটারী ইন্সপেক্টর মনির হোসেন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ