• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম
নরসিংদীর আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন 
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত ভবন

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক আসামি পালিয়ে গেছে। তার নাম নজরুল ইসলাম (৪৫)। সে জাল টাকা মামলার আসামি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম  বিচারক নাহিদুর রহমানের আদালতের  সামনে থেকে এই পলায়নের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পালিয়ে যাওয়া আসামি নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশিটভুক্ত ৫ নং আসামি।

পুলিশ জানায়, ২০০৯ সালে মনোহরদী থানার জাল নোট মামলার আসামি নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন।

এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার চার্জশিটভুক্ত আসামি নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এসময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা বয়স্ক ও অসুস্থ এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামি নজরুল ইসলাম।

পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।

শহজু

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ