• নরসিংদী
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সন্ত্রাসী কার্যকলাপ : নরসিংদী চেম্বারের সাবেক সহ-সভাপতি জেল হাজতে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম
সন্ত্রাসী কার্যকলাপ : নরসিংদী চেম্বারের সাবেক সহ-সভাপতি জেল হাজতে
মোবারক হোসেন

হলধর দাস: সন্ত্রাসীদের নিয়ে এলোপাতারি হামলা চালিয়ে নরসিংদীর একটি ওষুধ কোম্পানী দখল করার চেষ্টা ও মিল মালিকের গাড়ী ভাংচুর, লুটতরাজসহ বিভিন্ন অপরাধের দায়ে মিষ্টিক হোম টেক্সটাইল বিডি’র চেয়ারম্যান, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও সহ-সভাপতি  মোঃ মোবারক হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মামলার বিবরণে প্রকাশ, নরসিংদী সদর উপজেলার ভাগদী মৌজায় প্রতিষ্ঠিত মিষ্টিক রোজ, টেক্সটাইল, গার্মেন্টস, ওষুধ তৈরির কারখানার মালিক রফিকুল ইসলামের স্ত্রী মিষ্টিক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান ফেরদৌসি সুলতানা গত ৯ মার্চ কারখানায় ঢুকতে চাইলে মোবারক হোসেন এক দল সন্ত্রাসী নিয়ে তার উপর হামলা চালায়।

এব্যাপারে ১০ মার্চ ফেরদৌসি সুলতানা নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 
পরবর্তীতে ১৩ মার্চ বিকেলে মিষ্টিক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান ফেরদৌসি সুলতানা ভাগদী মিষ্টিক রোজ হোল্ডিং এর ভিতরে গেলে মোবারক হোসেন, রেজাউল ইসলাম মজনু, সেলিম হোসেন, লুৎফর রহমান, তারেক মিয়া গংরা তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় ফেরদৌসি সুলতানার কাছে থাকান নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে ফেরদৌসি সুলতানা  বাদী হয়ে গত ১৫ মার্চ নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪/২৩ইং।

মামলা দায়েরের পর নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম ঘটনার তদন্ত শেষে মোবারক হোসেন (৫০), রেজাউল ইসলাম মজনু (৪০), মোঃ সেলিম হোসেন (৩৫), লুৎফর রহমান কিরন (৪৫), তারেক মিয়া (৩২) এর বিরুদ্ধে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী/১৪)এর ৪/৫ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য মর্মে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলার প্রেক্ষিতে আসামী মোবারক হোসেন, লুৎফর রহমান ও তারেক মিয়া হাইকোর্টে জামিনের প্রার্থনা করলে হাইকোর্ট তাদেরকে চার সপ্তাহের মধ্যে নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেন।

এরই প্রেক্ষিতে মোবারক হোসেন বৃহস্পতিবার নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে মোবারক হোসেনকে জেল  হাজতে প্রেরণের নির্দেশ দেন।  

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. আব্দুল বাছেদ ভূইয়া, এড. আতাউর রহমান, এড. আবুল কালাম আজাদ, এড. রিপন। বাদী পক্ষে ছিলেন এড. কাজী নাজমুল ইসলাম। 

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ