• নরসিংদী
  • শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

জুলাই স্মৃতি অনুর্ধ-২০ ফুটবল টুর্ণামেন্টে টি.এস. স্পোর্টিং ক্লাব বিজয়ী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম
জুলাই স্মৃতি অনুর্ধ-২০ ফুটবল টুর্ণামেন্টে টি.এস. স্পোর্টিং ক্লাব বিজয়ী

ক্রীড়া রিপোর্টার: নরসিংদীতে জুলাই স্মৃতি অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে ৪-৩ গোলের ব্যবধানে নরসিংদী সদর উপজেলার টি.এস. স্পোর্টিং ক্লাব শিবপুরের কুন্দারপাড়া ভাই বন্ধু একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নরসিংদীর ঘোড়াদিয়া ও সোনাতলা যুব সামজের উদ্যোগে ঘোড়াদিয়া হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন  নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সংগীতা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসাইন।

চিনিশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সমাজ সেবক মো. আবু তালেবের সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন করেন ওই ওয়ার্ডের অপর এক সমাজ সেবক মো. তারা মিয়া।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহম্মেদ, বাদল মিয়া, হান্নান মিয়া, তাহেরাতুন নিসা বালিকা মাদ্রাসার  প্রধান শিক্ষক মো. বশির প্রধান, সমাজ সেবক মঞ্জুর মিয়া, আবু হানিফা, আবু খায়ের, কামাল মিয়া, ইলিয়াস মিয়া, আবু সাঈদ, ৮ নং ওয়ার্ড যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, হিরন মিয়া, বেলায়েত হোসেন, সাহেদ মিয়া ও প্রফেসর হাবিবুর রহমান।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সজিব, শামীম, তৌহিদ ও এমাদ।

অনুর্ধ-২০ এ ফুটবল টুর্নামেন্টে ৩০ মিনিট করে ৬০ মিনিটের নির্ধারিত খেলায় কুন্দারপাড়া ভাই বন্ধু একাদশ ও টি.এস. স্পোর্টিং ক্লাব উভয় দলই দুটি করে গোল দেয়। প্রতিদ্বন্দ্বিতা পণ্য খেলা নির্ধারিত সময় পর্যন্ত খেলায় ২-২ গোলে অমীমাংসিত থাকে। ২-২ গোলে এই অমীমাংসিত থাকা এই খেলা গড়ায়  ট্রাইবেকারে।

এর আগে খেলার প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

ট্রাইবেকারে উভয় দল চারটি করে ফ্রি শট দেওয়ার সুযোগ পায়। এতে নরসিংদী সদর উপজেলার  টি.এস. স্পোর্টিং ক্লাবের খেলোয়াররা  চারটি শর্টের মধ্যে চারটিই জালে জরাতে সমর্থ্ হয়। অপরদিকে কুন্দার পাড়া ভাই বন্ধু একাদশ চারটে ফ্রি শর্টের মধ্যে তিনটি  জালে জড়ায় এবং একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে টি.এস. স্পোর্টিং ক্লাব ৪-৩ ব্যবধানে খেলায় জয়লাভ করেন।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি রেফ্রিজারেটর এবং রানার্সআপ দলকে  ৩২ ইঞ্চি একটি স্মার্ট টেলিভিশন। প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ