
হলধর দাস : জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় নরসিংদী জেলা একাদশ দল চাঁদপুর জেলা একাদশ দলকে ০৩--০১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে বিজয়ী দলের ১২ নং জার্সি পরিহিত সবুজের গোল,৪৪ মিনিটে নরসিংদীর ১৩ নং জার্সি পরিহিত সম্রাট গোল করেন। বিজয়ী দলের পক্ষে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ৩য় গোলটি করেন ১২ নং জার্সি পরিহিত খেলোয়ার সবুজ ।
রানারআপ দলের পক্ষে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে পেনাল্টি কিকে চাঁদপুর জেলা একাদশের ১৬ নম্বর জার্সি পরিহিত খলোয়ার একমাত্র গোলটি করেন।
নরসিংদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায়
প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম ।
খেলায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আওলাদ হোসেন মোল্লা।
রেফারী বিটুরাজ বড়ুয়া, শফিকুল ইসলাম ও শরীফুল আলম। অতিরিক্ত রেফারী ছিলেন আবুল কালাম রুমন।
খেলার আয়োজক ছিলো বাংলাদেশ ফুটবল ফেড়ারেশন ও জেলা ক্রীড়া সংস্থা নরসিংদী। পৃষ্ঠপোষকতায় ছিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কৃত করেন।