
ক্রীড়া প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে রায়পুরা সরকারি কলেজ মাঠে অফিসার্স ক্লাব, রায়পুরা বনাম প্রেসক্লাব, রায়পুরা দুটি দলের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব, রায়পুরার দল নেতা হিসেবে নেতৃত্ব দেন সংগঠনটির ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম। অপরদিকে অফিসার ক্লাবে দল নেতা হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
২০ মিনিট করে মোট ৪০ মিনিটের খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে প্রেসক্লাব রায়পুরার পক্ষে গোল করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে গোল করে সমতা ফিরান খেলার ১৪ মিনিটে অফিসার্স ক্লাবের হয়ে জয় সূচক গোলটি করেন এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুবেল মিয়া। খেলার ম্যান অব দ্যা ম্যাচের সম্মাননা অর্জন করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল। মাদক বিরোধী
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ম্যাচে ২-১ গোলে অফিসার্স ক্লাব, রায়পুরা জয়লাভ করে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন মো. ফারুক মিয়া, নরসিংদী। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রায়পুরা রিপোর্টার্স ক্লাবে সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবদলে আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, নূর আহমেদ চৌধুরী মানিক।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান।