• নরসিংদী
  • বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই : খোকন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৪ পিএম
আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই : খোকন 

হলধর দাস : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা নির্বাচন কমিশন দিয়েছেন তা সঠিক সময়েই হবে। আল্লাহ ছাড়া আর কারও ক্ষমতা নেই এ নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না। 

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত  সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য জামায়াত, এনসিপি, চরমোনাই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পি.আর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পিছাতে চাচ্ছে। কিন্তু কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত এবং এ দেশের সকল রাজনৈতিক দলও প্রস্তুত। কেবল মাত্র দু’একটি দল  নির্বাচন বানচালের চক্রান্ত করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

তিনি আরো বলেন, এদেশের মানুষ যেমন শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভালো বাসেন, সেই ভালবাসা থেকেই আগামী দিনে ধানের শীষের বিজয় হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকাতে পারবে না। বিএনপি কোনো সংঘাত এবং প্রতিহিংসার রাজনীতি করে না। 

তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নি হয়েছে। তারা গণহত্যার কারণে মানবতা বিরোধী লীগ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না। 
বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়েছে । বিএনপির নাম নিশানা বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্যই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল। 

১৯৮২ সালে স্বৈরাচার এরশাদ আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে হত্যার পিছনে ষড়যন্ত্র করেছিল। ২৪ মার্চ বিএনপি সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। দীর্ঘ ৯ বছর বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে ১৯৯১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে দেশ পরিচালনা করে। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ ও গোলাম কবির কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ। 
সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নরসিংদী শহরের শিক্ষাচত্বরে গিয়ে শেষ হয়। 
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ