• নরসিংদী
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৩ পিএম
নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।  তাকে গ্রেফতারের খবর এলাকায় পৌঁছালে খুশিতে তারা মিষ্টি বিতরণ করে।

গ্রেফতারকৃত আতাউর রহমান  সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ জানায়,  সাহেপ্রতাপ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযনে পুলিশ ইউপি সদস‍্য আতাউরকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

এসময় তার শরির তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিষ্ট ছিল। তার ক্ষমতার দাপটের কারণে কেউ কথা বলতে পারতোনা।

স্থাসীয়রা বাসিন্দা মো: ইমতিয়াজ রহমান বলেন, আতাউর ইউপি সদস্যের হওয়ায় এলাকায় দাপট দেখিয়ে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে  দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি । তার গ্রেফতার খবর পেয়ে আমরা এলাকায় মিষ্টি  বিতরণ করেছি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রকিবুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে  মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জাগো নরসিংদী/শহজু 
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ