• নরসিংদী
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:১৮ পিএম
নরসিংদীতে ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে লঞ্চ ঘাটের ইজারা ও সিরিয়াল নিয়ে দুটি গ্রুপের সংর্ঘষে সাজিন (১৫) নামে এক কিশোরের মৃত্যূ হয়েছে।

এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার দুপুরে সাড়ে ১২ টায় শহরের কাউরিয়াপাড়া বাউলপাড়া সংলগ্ন মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১ নারী সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত সাজিন শহরের কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। সে আলীজান জে এম একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্র। আহতরা হলেন, শহরের বাউলপাড়ার মহল্লার ছাত্তার মিয়ার ছেলে রায়হান (২৩), কাউরিয়াপাড়া এলাকার তান্না (১৭) ও আমির হোসেন (৪০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন নরসিংদীর কাউরিয়া পাড়ায় নতুন লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন মতিন মিয়া। গত জুন মাসে সাবেক কাউন্সিলর আলমাসসহ আরও কয়েক জন নতুন ভাবে ইজারা নেয়। ইজারাদারা পরিবর্তন হওয়ার পরও মতিন ও তার সমর্থকরা ঘাটের নিয়ন্ত্রন নেওয়া চেষ্টা চালাতো। এরই ফলে মতিন মিয়ার বোটগুলো বিনা সিরিয়ালে চালাতো।

এতে ইজারাদারের লোকজন বাধা দিলে মতিন মিয়ার ছেলে রাব্বি নাজমুল সহ তার সমর্থকরা ইজারাদাদের সমর্থকদের মারপিট করতো। একই সাথে ক্যাশবক্স থেকে টাকা লুট করে নিয়ে আসতো। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিন মিয়ার ছেলে রাব্বিসহ কয়েকজন লঞ্চ ঘাটে গিয়ে হট্রগোল করেন।

এতে বাধা দিলে বর্তমান ইজারাদার সাবেক কাউন্সিলর আলমাস সমর্থকদের মারপিট করেন। পরে লঞ্চ ঘাট থেকে ইজারাদারে পক্ষের ৭/৮ জন মতিনের বাড়িতে নালিস জানাতে আসে। ওই সময় মতিন তার ছেলেসহ ২০/২৫ জন সমর্থক গরু কাটার ছুরি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

ওই সময় প্রতিপক্ষের এলোপাথারী ছুরির আঘাতে কিশোর সাজিনসহ আরও ৩ জন গুরুতর আহত হয়। পরে আহত ৪ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে সাজিনকে মৃত ঘোষণা করে এবং বাকীদেরকে উন্নত চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়।

এদিকে সংঘর্ষের ঘটনার খবরে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং অভিযান চালিয়ে রাব্বি ও এক নারীসহ মোট ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

এদিকে হত্যাকান্ডের পর পর এলাকায় থম থমে পরিস্থতি বিরাজ করছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তার ঘটসাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানাল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার পর পর এসপি স্যার সদর সার্কেল স্যার সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।ঘাটের ইজারা ও বোটের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে জের ধরে এ হত্যাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।  তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ