• নরসিংদী
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে জাতীয় বীমা দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম
নরসিংদীতে জাতীয় বীমা দিবস পালিত
ছবি প্রতিনিধি

হলধর দাস:  "বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে" এই শ্লোগান নিয়ে মঙ্গলবার ১মার্চ)নরসিংদীতে পালন করা হয়েছে  জাতীয় বীমা দিবস।  এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বীমাখাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসাধারণের মাঝে বিরাজমান ভ্রান্ত ধারণা দূরীকরণ এবং বীমা সেবার প্রক্রিয়া সহজীকরণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও মানোন্নয়ন মাধ্যমে বীমা খাতের উন্নতিসাধনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 

এসময় বীমা খাতের বিভিন্ন পর্যায়ের উপকারভোগীদের নিকট সেবা হস্তান্তর করা হয় এবং জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। 

এর পূর্বে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ