
স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরা থানা সদরের হরিপুর গ্রামে জাল দলিল সৃজন করে অন্যের বাড়ি-জমি-পুকুর দখলে নেয়ার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জমির প্রকৃত মালিক ব্যাংকের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল বাসেত মিয়া বিবাদী হারুনুর রশিদ ভুইয়া,সাং মেথিকান্দা,মো: আলী হোসেন, সাং হরিপুর, আবু মুসা সাং-হরিপুর গংদের বিরুদ্ধে রায়পুরায় ফৌঃ কাঃ বিধির ১৪৫ ধারায় এম মামলা নং-৯১৬/২৪, সিআর(রায়পুরা) আমলী আদালতে পেনাল কোড মামলা নং-৮৯৪/২০২৪, ধারা-৪২০/৪৭১/১০৯, মামলা নং- ৫৩/২০২৫ খ্রিঃ, ধারা- ৪২০/৪৭১/১০৯, মামলা নং- ৩৭৯/২৫, ধারা- ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দায়ের করেন।
আসামীরা বাদী পক্ষের রায়পুরা থানার পশ্চিম হরিপুর মৌজার মোট ৮০ শতাংশ জমি দখলের জন্য চারটি জাল দলিল সৃজন করেন। সেগুলো হচ্ছে ০৯/১১/১৯৭০ সালের সাবরেজিস্ট্রি অফিসের নামে ৬১৬১ নং জাল দলিল, ১০/০৩/১৯৭৩ সালে রায়পুরা সাব রেজিস্ট্রি অফিসের নামে ১২৮০ নং জাল দলিল ও ০৫/০৩/১৯৭০ সালের শিবপুর সাবরেজিস্ট্রি অফিসের ২৩৭১ নং জাল দলিল এবং ২৪/১২/১৯৯২ সালের রায়পুরা সাবরেজিস্ট্রি অফিসের ১৪৯৯৬ নং জাল দলিল সৃজন করে।
মামলার প্রেক্ষিতে সিআইডি তদন্তসহ বিভিন্ন তদন্তের অনুসন্ধানী প্রতিবেদনে কুচক্রী মহলের জাল দলিল সৃজনের বিষয়টি ধরা পড়ে। আদালত জাল দলিল সৃজনকারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করলে তারা গ্রহণযোগ্য কোন জবাব দিতে পারেনি। জাল দলিল সৃজনকারী কুচক্রী মহলটি মামলার বাদীকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকী ধমকী দিয়ে আসছে। মামলার প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করেন।
মামলার আসামী মো: আলী হোসেন গত ৩০-০৭-২০২৫ তারিখে দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে জামিন লাভ করে কোর্ট প্রাঙ্গনেই বাদীকে হত্যা/মারিয়া ফেলার হুমকি প্রদান করে। বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দেয়। এব্যাপারে মামলার বাদী নরসিংদী মডেল থানার স্মারক নং: ৪২২৯, তারিখ: ০৪-০৮-২০২৫ খ্রি: মূলে তদন্তের অনুমতির জন্য আদালতে আবেদন করে।
নরসিংদী মডেল থানার এএসআই (নিরস্ত্র) কর্তৃক তদন্তে হুমকির বিষয়টির প্রমাণ পাওয়া যায়।
বাদী বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল বাসেত মিয়া বর্তমানে বিবাদীর হুমকীর কারণে পরিবার-পরিজন নিয়ে আতংকে দিন যাপন করছে। বাদী এব্যাপারে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।