• নরসিংদী
  • শনিবার, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাখন দাস সম্পাদক পলাশ নির্বাচিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম
নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাখন দাস সম্পাদক পলাশ নির্বাচিত

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাখন দাস সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীন বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬১টি ভোটের বিপরীতে সংগঠনের ৫৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মোট ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সভাপতি পদে দুইজন সদস্যকে নির্বাচিত করা হয়। সহ সভাপতি পদে নির্বাচিত হলে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক হলধর দাস। উভয়ে ৩০ টি করে ভোট পান। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরসিংদী জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. কাজী নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার এম এ মোমেন মিয়া ও অ্যাড. হাসান খন্দকার।

এর আগে কার্যকরী পরিষদের ১১ টি পদের মধ্যে ৭ টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদগুলোতে নির্বাচিত হন সহ-সম্পাদক পদে দৈনিক সোনালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল এস সোহেল, কোষাধক্ষ্য পদে দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন।

সভাপতি পদে নির্বাচিত মাখন দাস বলেন, 'আমার আজকের এই বিজয় আমি মনে করি জেলার সকল সাংবাদিকদের বিজয়। সাংবাদিকরা আমাকে ভালোবাসে জানি কিন্তু এতোটা ভালোবাসে সেটা জানতাম না। নরসিংদীর সাংবাদিকদের এই ভালোবাসা নির্বাচনের ফলাফলে তার বহিপ্রকাশ হয়েছে। সবাই আমাকে ঋণের জালে আবদ্ধ করলেন।'

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ