স্টাফ রিপোর্টার : নরসিংদী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ(২০২৫-২৭)এর শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে । প্রেস ক্লাব মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা নরসিংদী'র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নরসিংদী'র পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক,এডিএম এম. সাজ্জাদুল হাসান,
এন এস আই এর যুগ্ম-পরিচালক নূরুল আলম খান,নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঞা,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ ও প্রেস ক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড.কাজী নজরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো: নূরুল ইসলাম, নব-নির্বাচিত সভাপতি মাখন দাস, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি নিবারণ রায় ও আব্দুর রহমান ভূঞা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ।
প্রধান অতিথি বলেন, প্রেস ক্লাব জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার অন্যতম প্রতিষ্ঠান। আমি আশাবাদী যে, নতুন কার্যনির্বাহী কমিটি নরসিংদীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের সূচনা লগ্নে পবিত্র কুরআন ও গীতা পাঠ করেন যথাক্রমে মাহমুদুর রহমান ও হলধর দাস।
উল্লেখ্য,গত ২৯ নভেম্বর, ২০২৫ নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি: মাখন দাস
(একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি),
সিনিয়র সহ-সভাপতি: হলধর দাস ( দি ডেইলি ইভিনিং নিউজ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক আমাদের বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নরসিংদীর খবরের বার্তা সম্পাদক),
সহসভাপতি: কাজী আনোয়ার কামাল (বাংলাদেশ বেতারের নরসিংদী জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক), সাধারণ সম্পাদক: মো. আসাদুল হক পলাশ ( ইউএনবি’র জেলা প্রতিনিধি), বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক: মোঃ সোহেল এস হোসেন(সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি) , কোষাধ্যক্ষ: মোঃ ফারুক মিয়া (দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক) ,সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক:আবুল বাশার বাছির (দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি), দপ্তর সম্পাদক:তোফায়েল আহমেদ স্বপন (ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি) এবং ৩ জন কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আমজাদ হোসেন: (দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি) , এ টি এম মোস্তফা বাবর (দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক) ও মোঃ জাকির হোসেন ভূঁঞা (দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি)।