নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মান্নান ভুইয়া পরিষদের সদস্য সচিব আরফি উল ইসলাম মৃধা, জাতীয়করণ প্রত্যাশী জোটের ঢাকা উত্তরের সমন্বয়ক বাশিরুল ইসলাম, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, সুপার আব্দুল খালেক, সুপার আব্দুল মান্নান আফ্রাদ ও সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও সহকারী শিক্ষক মো. কামাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দেলোয়ারা পারভীন।