• নরসিংদী
  • শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে একই জমির দুজন দাবিদার!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩১ এএম
শিবপুরে একই জমির দুজন দাবিদার!
বিরোধপূর্ণ জমিতে ঘরবাড়ি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের কৃষক ফটিক মিয়া পার্শ্ববর্তী পাহাড় জয়নগর এলাকায় রেজিস্ট্রিমূলে ক্রয়কৃত ২১ শতাংশ জমি নিয়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় দিনাতিপাত করছেন।

স্থানীয় পাহাড় জয়নগর মৌজার আরএস খতিয়ান নং ৭৭০ দাগ নং ৫৪৭১ এ ২১ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন ফটিক মিয়া।

এরমধ্যে তার পার্শ্ববর্তী গ্রামের মফিজউদ্দিন এবং তার দুই ছেলে ওমর ফারুক ও মোবারক হোসেনসহ ২৫ /৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ফটিক মিয়ার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে তার ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর থাকা আসবাপত্র ভাঙচুর করে প্রায় ছয় লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। 

এসময় ফটিক মিয়ার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ফটিক মিয়াকে খুন করে লাশ গুম করার  হুমকি দিয়ে তারা তারা চলে যায়। 

এ ব্যাপারে ফটিক মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলেও কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে সে জানায়। 

ফটিক মিয়া ২০২২ সালে স্থানীয় নৌকাঘাটা গ্রামের মৃত হরিপদ ভৌমিকের ছেলে অবিরাম ভৌমিকের নিকট থেকে উল্লেখিত জমি ক্রয় করে  ভোগদখল করে আসছেন । এদিকে ফটিক মিয়ার প্রতিপক্ষ  জৈনক মতিউর রহমান ২০১০ সালে একই জমি তার ভাইয়ের নিকট থেকে ক্রয় করেছেন বলে দাবি করছেন। 

একই জমি নিয়ে কতিপয় সন্ত্রাসীদের অত্যাচারে সাবেক পোস্টমাস্টার মৃত হরিপদ ভৌমিকের স্ত্রী কুসুম ভৌমিক (৭১) দুই ছেলে, ছেলের বউ ও নাতিপুতি নিয়ে পলাশ উপজেলায় মেয়ের বাড়িতে আশ্রয় নেন। কুসুম ভৌমিক জানান, মতিউর রহমান এবং মফিজ উদ্দিন গংদের অত্যাচারে তিনি বাড়ি ছাড়া হয়েছেন।

জাগো নরসিংদী/এএইচ স্বপন

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ