• নরসিংদী
  • শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩১ পিএম
পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

হলধর দাস : গত বুধবার সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর সেতুর টোলপ্লাজার পাশ থেকে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। 

এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম ও হেলপার হাসান প্রামানিককে আটক করেছে পুলিশ। 
আটক মাইনুল ইসলাম বগুড়ার আদম দীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাকে করে চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল।  
গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করেন। এ সময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে আটক করা হয়। 

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, আটকরা অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ