• নরসিংদী
  • শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস, ডিলার নিয়োগ স্থগিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০২ এএম
অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস, ডিলার নিয়োগ স্থগিত 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য আবেদন না করেই মোশাররফ হোসেন সাগর নামে এক যুবদল নেতা অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটার্স দিয়েছেন। তার স্ট্যাটার্সের প্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ফলে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে ডিলার নিয়োগ স্থগিত করায় ক্ষোভ জানিয়েছেন আবেদনকারী স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, শতভাগ স্বচ্ছতা ও নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি। এ অবস্থায় দ্রুত নিয়োগ পুনর্বহালের দাবি তাদের।

জানা যায়, রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগর গত মঙ্গলবার তার ব্যক্তিগত ফেসবুকে, “রায়পুরা উপজেলার যেসব নেতা ৫০ হাজার থেকে ১ লাখ টাকার বিনিময়ে খাদ্যের ডিলারশিপ লাইসেন্স বিক্রি করেছেন, তাদের মুখোশ শীঘ্রই উন্মোচন করা হবে।” এই স্ট্যাটার্স দেন। যার প্রেক্ষিতে   কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে উপজেলা জুড়ে চর্চা শুরু হলে গত ১১ জুন (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ডিলার নিয়োগ আপাতত স্থগিতের ঘোষণা দেন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিলার নিয়োগের বিষয়ে স্থগিতের ঘোষণা দিলে স্থানীয় আবেদনকারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ডিলারদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। অপপ্রচারের ভিত্তিতে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থগিত হওয়া কাম্য নয় বলে মন্তব্য তাদের।

নিয়োগপ্রাপ্ত একাধিক ডিলার বলেন, তারা সরকারি নিয়মনীতি মেনে আবেদনের মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন ডিলার বলেন, সব কিছু যাচাই-বাছাই করে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু একটি মিথ্যে ফেসবুক পোস্টের কারণে বর্তমানে আমাদের সেই নিয়োগ স্থগিত করা হয়েছে। এখন যদি আমাদের নিয়োগ বাতিল হয় সেটা হবে অন্যায়।

এ ব্যাপারে ফেসবুকে স্ট্যাটার্স দেওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সাগরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ডিলার নিয়োগের জন্য তিনি নয় বরং তার ভাই আবেদন করেছে।

তিনি বলেন, 'আমি চেয়েছি আওয়ামী লীগের কেউ নয় বরং আমাদের দলের দুঃসময়ে যে সকল নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন মূলত তার এই ডিলারশীপটা যাতে পায়া আর সে জন্যই ফেসবুকে আমার এই স্ট্যাটার্স।'

উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু বলেন, ডিলার নিয়োগের বিষয়টি সম্পূর্ণ উপজেলা প্রশাসনের দেখেছে। আমার জানা মতে, এখানে বিএনপি বা অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীর হস্তক্ষেপ ছিল না। তাছাড়া যিনি ফেসবুকে স্ট্যাটার্স দিয়েছেন তিনি নিজে ডিলারশীপের জন্য আবেদন করেছেন বলে আমার জানা নেই। যিনি আবেদনই করেননি তার কাছে ডিলার নিয়োগের জন্য টাকা চাওয়া অবান্তর ছাড়া আর কিছুই নয়।

এব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, যুবদল নেতার পছন্দের লোক নিয়োগ না পাওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ফেসবুকে তার এই স্ট্যাটার্স। তার দেওয়া স্ট্যাটার্সটি সম্পূর্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। ডিলার নিয়োগে আমি কোনভাবেই সম্পৃক্ত ছিলাম বা এ বিষয়ে কারো সাথে আমার কোন ধরনের লেনদেন হয়নি। বিভিন্ন পত্র-পত্রিকায় আমার সম্পর্কে যা বলা হয়েছে সেটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।  তাছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির মত একটি  গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প। এ প্রকল্পে অনিয়ম আমাদের কারোরই কাম্য নয়। তাই এ বিষয়ে দলীয় নেতাদের সাথে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের বিষয়ে আমরা আবেদনের ভিত্তিতে স্বচ্ছতার সাথে  নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষযে সংবাদ প্রকাশ হওয়ায়  পরিস্থিতি বিবেচনায় নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ