
মকবুল হোসেন : আজ সকাল ৯টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রায় ৫/৬ শত নারী, পুরুষ ও শিশু অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা।
উল্লেখযোগ্য বিষয় হলো—২০১৭ সাল থেকে শুরু করে আব্দুল মোমেন মোল্লা প্রতি ১৫ দিন অন্তর শুক্রবার এভাবে অসহায় মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করে আসছেন, যা এলাকায় এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ভগীরথপুর রোকেয়া বেগম মহিলা আলিয়া মাদরাসার সুপার মনিরুল ইসলাম, সাপ্তাহিক খোরাক সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক মো. আমিন উদ্দিন,
প্রমুখ।