• নরসিংদী
  • শনিবার, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রূপচর্চায় কলার খোসার ব্যবহার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১২ এএম
রূপচর্চায় কলার খোসার ব্যবহার
কলার খোসা। ছবি : সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: কলা খেতে অনেক সুস্বাদু। এর মধ্যে রয়েছে একাধিক পুষ্টিগুণ । পাশাপাশি কলার খোসাতেও রয়েছে অনেক ঔষধি গুণ যা জানলে অনেকেই চমকে যাবেন।

রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি হিসেবে কলার খোসা ব্যবহার অত্যন্ত ফলদায়ক হয়ে থাকে।

কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণ মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রূপচর্চায় বিশেষ ভূমিকা পালন করে এই কলার খোসা।

তবে শুধুমাত্র রূপচর্চায় কলার খোসা ব্যবহার হয় এমনটাও কিন্তু নয়। আঁচিলের সমস্যা দূর করতেও বেশ কার্যকরী কলার খোসা।

শরীরের যেকোনো অংশে আঁচিল দেখা দিলে কলার খোসার সাদা অংশটা দীর্ঘক্ষণ ধরে সেই আঁচিলের ওপর ঘঁষে সেই আঁচিলের ওপর এক টুকরো কলার খোসা চাপা দিয়ে গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিলেই চিরতরে বিদায় নেবে আঁচিল। 

লাইফস্টাইল বিভাগের জনপ্রিয় সংবাদ