স্টাফ রিপোর্ট: ড্রিম টু লিভ নরসিংদীর ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে নরসিংদী গ্যালাক্সি রেস্টুরেন্টে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ শুক্রবার।
ড্রীম টু লিভ নরসিংদী সদস্য পারভেজ আহমেদ'র সঞ্চালনা ও উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর তামিম,প্রতিষ্ঠাতা সভাপতি আলোকবালি ইউনিয়ন সমাজকল্যাণ সংঘ ও ক্রিড়া সম্পাদক, বাংংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল মাহমুদ,সভাপতি পলাশের পাপড়ি, নাহিদ হাসান, সভাপতি, রোটারেক্ট ক্লাব নরসিংদী সিটি শিমুল প্রধান, সভাপতি, স্মাইল নরসিংদী,নীলাভ সায়মন, মাহামুদুল হাসান দীপ্ত সহ সকল সদস্য বৃন্দ ।
এসময় বিগত বছরে সেরা উদীয়মান স্বেচ্ছাসেবক হিসেবে ইব্রাহিম রিফাত ও কাউসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।